১১ নং বাঁকড়া ইউনিয়ন ঝিকরগাছা, থানার অন্যতম গুনে গুনাম্মিত এক ইউনিয়ন । প্রায় ২৫ হাজার জনগন নিয়ে এবং ১২টি গ্রাম নিয়ে বাঁকড়া ইউনিয়ন গঠিত। এই ইউনিয়নে আছে স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক ৩২ জন। এবং এই ইউনিয়নে মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে সৌন্দয্য ময় কবি মাইকেল মধুসুধনের কপোতাক্ষ নদ।